ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন  দেয়ার ঘটনায় ২ জন গ্রেফতার 

সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন  দেয়ার ঘটনায় ২ জন গ্রেফতার 

সিরাজগঞ্জের শাহজাদপুরে মুরগির বাচ্চা বহনকারী কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, শাহজাদপুর উপজেলার নরিনা উত্তরপাড়া গ্রামের হবিবর প্রামানিকের ছেলে নবীর হোসেন (৪৮) ও বড় বাশুড়িয়া গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে মজনু মিয়া (৩৮)। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাতে ওই উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে মুরগির বাচ্চা বহনকারী একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দূর্বৃত্তরা ।

পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানটিতে থাকা মুরগির বাচ্চা পুড়ে যায়। বৃহস্প্রতিবার সকালে কাভার্ডভ্যানের চালক মোখলেসুর রহমান বাদী হয়ে বিএনপির ১১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ওইদিন রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এবং অনান্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত